নওগাঁর মান্দায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ ১০জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ৫ জুলাই, বুধবার রাতে মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, ভারশোঁ ঋষিপাড়া গ্রামের স্বপন কুমার ঋষি (৩৮), পাইকপাড়া গ্রামের আতাউর রহমান (৫০) ও জিয়াউর রহমান (৪০), তুলশিরামপুর গ্রামের আফজাল হোসেন (৪৫) ও আবুল কালাম আজাদ (৫০), এনায়েতপুর গ্রামের গোলাম মোস্তফা (৪০) এবং রামপুর গ্রামের মাসুদ রানা (৩০), আবুল কাসেম মন্ডল (২৫), রিমন হোসেন মোল্লা (৩৪) ও আলমগীর হোসেন (৩০)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬জনসহ ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন