নওগাঁ মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের ইনায়েতপুর গ্রামে আজ সকাল ৯টার সময় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছে।
আহত ব্যক্তি ইনায়েতপুর গ্রামের রিয়াজ উদ্দীন বাগ এর ছেলে রেজাউল ইসলাম। জানা গেছে, উপজেলার ইনায়েতপুর গ্রামের সালাম গং দের সাথে জায়গা নিয়ে রেজাউলের বিরোধ চলে আসছিল। দোকানে যাবার সময় রেজাউল ইসলাম কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এ সময় রেজাউল ইসলাম প্রতিবাদ করায় দেশীয় অস্ত্র হাতে এলোপাতাড়িভাবে তাকে মারপিট করে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা নগদ অর্থ ও গহনা ছিনিয়ে নিয়ে যায়।এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্হানীয়রা ৯৯৯ এ কল দিলে মান্দা থানা পুলিশ তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভরবতি করান।
এ ব্যাপারে মান্দার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিক জানান মারামারি ঘটনা শুনে তাদের পুলিশ পাঠিয়ে উদ্ধার করেছি এ পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।
স্হানীয়রা জানান, অনেকদিন ধরেই তাদের পারিবারিক দ্বন্দ চলে আসছিল প্রায় প্রায় তাদের দ্বন্দ হয় যা ঠিক নয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন