অস্ট্রেলিয়ার আকাশে ‘‌অপবিত্র’ রহস্যময় সবুজ আলো

অস্ট্রেলিয়ার আকাশে ‘‌অপবিত্র’ রহস্যময় সবুজ আলো

 মহাজাগতিক ঘটনাক্রম আমাদের বারবারই অবাক করে। কিন্তু কিছু ঘটনা কখনও ঘটে যায়, যা মানুষ যেন সংজ্ঞায়িত করতে পারে না। বুঝতে পারে না বিজ্ঞানও। তেমনই একটি ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়। সম্প্রতি আকাশে এক অবাক করা সবুজ আলো দেখা দিয়েছে, স্থানীয়রা মনে করছেন এ এক অশুভ ইঙ্গিত।

যদিও বিজ্ঞানীরা এর এক রকমের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। তাঁরা বলছেন এটি কোনও মহাজাগতিক বর্জ্য হতে পারে। মানে কোনও স্যাটেলাইটের ভগ্নাবশেস এটি হতে পারে। হতে পারে এটি কোনও রকেটের ভগ্নাংশও। তবে একেবারে নিশ্চিত হয়ে বলার উপায় নেই, এটি ঠিক কী।

ক্যানবেরায় উপস্থিত নাসার প্রতিনিধি জানিয়েছেন, সম্ভবত এটি লোহার তৈরি কোনও দ্রব্য, যেটি দ্রুত গতিতে যাচ্ছে। যার ফলে এই সবুজ আলো তৈরি হয়েছে। এটির ওজন আ‌নুমানিক ১০০ টন হতে পারে। এটি ক্রমাগত পুড়ে যাচ্ছে বলে এমন সবুজ রং তৈরি হয়েছে।

যদিও স্থানীয়রা কেউ কেউ বলছেন, এমন ঘটনা আগে কখনও দেখেননি। তাই হঠাৎ করে সবুজ আলোর ছটা তাঁদের মনে অশুভ ইঙ্গিত দিচ্ছে। ‌

মন্তব্যসমূহ (০)


Lost Password