শান্তির ঘুম চিকিৎসকের হাজারো রোগীকে সারিয়ে

শান্তির ঘুম চিকিৎসকের হাজারো রোগীকে সারিয়ে

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারী রূপ নিয়েছে। উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসের প্রকোপ সেখানে একেবারেই কমে এসেছে।হাসপাতালে ভর্তি হয় হাজার হাজার করোনা রোগী। আর এত এত রোগীদের সঠিকভাবে চিকিৎসা প্রদান ও তাদেরকে সুস্থ করে ঘরে ফেরার জন্য রীতিমত যুদ্ধ করেছেন চিকিৎসক, নার্স এবং মেডিকেল স্টাফরা।

গতকাল শনিবার(১৪ মার্চ) চীনের উহানের উচাংয়ের একটি অস্থায়ী হাসপাতালের এক চিকিৎসকের একটি ছবি ভাইরাল হয়েছে। ডা. জিয়াং ওয়েনইয়াঙ একটি খালি বেডে শরীর এলিয়ে শুয়ে রয়েছেন। করোনাভােইসে আক্রান্তের সংখ্যা একেবারে কমে যাওয়ায় হাসপাতালটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল ছিল ডা. জিয়াং এর করোনায় দায়িত্ব পালনের শেষ রাত। কোনো রোগী না থাকায় এক বেডে এভাবেই শরীরটাকে এলিয়ে দেন ক্লান্ত জিয়াং।

দীর্ঘ সময় নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছেন তিনি। নিজের জীবনের পরোয়া না করে লড়েছেন করোনাভাইরাসের বিরুদ্ধে। এবার নিরবিচ্ছিন্নভাবে ঘুমাতে চান তিনি। তার এখন একটা ঘুম দরকার, লম্বা ঘুম। করোনাভাইরাসের বিরুদ্ধে চিকিৎসক-নার্সদের লড়াই ও তাদের অবদানের বাস্তব চিত্রই ফুটে উঠেছে ডা. জিয়াং এর এই ছবিতে।

মন্তব্যসমূহ (০)


Lost Password