ঢাকায় যেদিন করোনাভাইরাসে তিন রোগী শনাক্ত হলো, সেদিনই ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছড়াল-করোনা আতঙ্কে বাতিল হয়ে যেতে পারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিসিবি কর্তৃক আয়োজিত এ আর রহমানের কনসার্ট এবং এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দু’টি প্রীতি ম্যাচও।
গুঞ্জন পুরোপুরি সত্যি না হলেও বিসিবি সভাপতির কথায় আংশিক সত্যতা ঠিকই মিলল। বিশ্বব্যাপি করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় অনুষ্ঠান দু’টি বাতিল না হলেও তা আপাতত স্থগিত করা হয়েছে।
পরিস্থিতির উন্নতি হলে এক মাস পরে নতুন করে দুটি অনুষ্ঠানেরই দিন তারিখ নির্ধারণ করবে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ প্রতিষ্ঠান বিসিবি।
আজ (বুধবার) বিকালে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শুরুর প্রাক্কালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি জানান, ‘আমাদের হাতে দুইটি অপশন ছিলো। ১৮ তারিখে এআর রহমানের যে কনসার্ট, সেটা আমরা ছোট করে করতে পারতাম, পরে সিদ্ধান্ত নিয়েছি যে এটা বড় করে হবে, যেভাবে করার পরিকল্পনা হয়েছিল। তাই আমরা এটাকে এখন পিছিয়ে দিয়েছি। পরিস্থিতির উন্নতি ঘটলে, পরবর্তীতে কোনো একটা সময় আমরা এটা আয়োজন করবো।’
এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘এছাড়া ২১ ও ২২ মার্চ যে দুইটি ম্যাচ আছে- সে দুইটি নিয়েও সমস্যা হচ্ছে। যে বিশ্ব তারকারা আসবে তারা সবাই আসতে পারবে কি না, আবার আসলে যথাসময়ে ফিরতে পারবে কি না- এসব বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে বেশ কিছু।’
তিনি আরও বলেন, ‘তাই আমরা সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, দুইটি আয়োজনই আপাতত পেছানো হচ্ছে। পরে আমরা মাসখানেক সময় দেখে, সব পরিস্থিতি স্বাভাবিক হলে আবার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে যে কখন এগুলো করবো।’
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিসিবি সভাপতির মিটিংয়ের পরই মূলত এই সিদ্ধান্ত আসে। এই মিটিংয়ের পরে বোর্ড পরিচালকদের সঙ্গে বসেন পাপন। তারপরেই আজ বিকেলে ঘোষণা দেন স্থগিতের।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন