মাওলানাদের উদ্যোগে খুব খুশি হয়েছেন প্রধানমন্ত্রী

মাওলানাদের উদ্যোগে খুব খুশি হয়েছেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের মাওলানাদের একটি উদ্যোগের কথা শুনে প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছেন। সেখানকার স্থানীয় এক ইমামের কাছ থেকে জানতে পারেন, তারা একটি টিম তৈরী করেছে। যে টিম এই করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার গোসল থেকে দাফনের কাজ সম্পন্ন করে। প্রধানমন্ত্রী এই কথা শুনে বলেন, আমি খুব খুশি হয়েছি। বাহ এই শিক্ষাই তো আমাদের ধর্মও শেখায়।

আপনারা খুব বড় ও মহৎ একটি উদ্যোগ নিয়েছেন। যেখানে সন্তান তার বাবা মাকে ফেলে রেখে যায়। এই সময় এমন উদ্যোগ প্রশংসিত। আমরা আপনাদের সঙ্গে আছি। আপনারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েই যেন কাজগুলো করেন সেদিকে খেয়াল রাখবেন। প্রধানমন্ত্রী আরো খুশি হন, যখন তিনি শুনতে পান শুধু মুসলমান নয়, সব ধর্মের মানুষের জন্যই এই ব্যবস্থা তারা করেছেন। জেলা প্রশাসককে তাদের সর্বাত্নক সাহায্য করার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স শুরু হয়েছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স শুরু হয়।

ভিডিও কনফারেন্সটি সঞ্চালনা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী করোনাভাইরাস নিয়ে বিস্তারিত বক্তব্য দেবেন এবং সংশ্লিষ্ট জেলাগুলোর অবস্থা জানবেন।

আজ ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password