ভৈরব টু কিশোরগঞ্জ চার লেন সড়ক চাই'

ভৈরব টু কিশোরগঞ্জ চার লেন সড়ক চাই'

যেকোনো দেশের উন্নতির অন্যতম কারণ গুলোর একটি হলো যোগাযোগ মাধ্যমের উন্নয়ন ঘটানো।

ভৈরব থেকে কিশোরগঞ্জ সড়ক এ যেন এক মৃত্যু ফাঁদ।প্রতিদিন গড়ে দুই থেকে তিনটি সড়ক দূর্ঘটনা ঘটছে।
এই দূর্ঘটার অন্যতম কারণ হলো এর সরু রাস্তা। যেখানে এই রাস্তায় অসংখ্য বাস ট্রাক সিএনজি চলাচল করে সেখানে দরকার চার লেনের রাস্তা।তাছাড়া চার লেনের রাস্তা হলে রাস্তার চারপাশে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে যা মানুষের অর্থনৈতিক বিকাশ ঘটাবে।
এই সড়ক নির্মিত হলে সড়ক দূর্ঘটনা কমে আসবে।
হাজারো মানুষকে আর্থিক যোগান দিচ্ছে এই সড়ক। লক্ষ্য করে দেখবেন বতর্মানে যত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে তার সবগুলোই সড়ক কেন্দ্রীক।
আমরা যদি মনে প্রাণে এই চার লেন সড়কের দাবি জানাই তাহলে রাষ্ট্র আমাদের দিতে বাধ্য হবে।
তাই আমাদের দাবি -
"ভৈরব টু কিশোরগঞ্জ চার লেন সড়ক চাই, অর্থনৈতিক মুক্তি এবং সড়ক মৃত্যুর হার কমানো

মন্তব্যসমূহ (০)


Lost Password