বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন ভেট্টোরি

বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন ভেট্টোরি

স্পোর্টস ডেস্ক  : আগামীকাল কুইন্সটাউনে জাতীয় দলের সাথে যোগ দিবেন বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের জন্য কুইন্সটাউনে পাঁচ দিনের শিবির করবে বাংলাদেশ। সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে ১শ দিনের চুক্তি রয়েছে ভেট্টরির। এই সিরিজের পর বাংলাদেশের সাথে চুক্তির মেয়াদ শেষ করবেন তিনি। বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০১৯ সালে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে কাজ করেছিলেন স্পিন কিং ভেট্টোরি। এরপর করোনার কারণে দীর্ঘদিন কোন সিরিজ খেলেনি বাংলাদেশ। গেল জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের সিরিজ থাকলেও নিজ দেশে করোনার কড়া প্রটোকলের কারণে টাইগারদের সাথে যোগ দেননি ভেট্টোরি। তবে বর্তমানে নিউজিল্যান্ড সফররত টাইগারদের সাথে যোগ দিয়ে মেয়াদ শেষ করার দারুন এক সুযোগ পাচ্ছেন ভেট্টোরি।

বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘কুইন্সটাউনে দলের সাথে যোগ দিবেন ভেট্টোরি। আসন্ন সিরিজে দলকে প্রস্তুত করতে সহায়তা করবেন তিনি।

এই সিরিজের পর ভেট্টোরির সাথে চুক্তি নবায়ন করবে না বিসিবি। ইতোমধ্যে নতুন স্পিন কোচ খুঁজতে শুরু করেছে বিসিবি। চতুর্থ পরীক্ষায় সকলের রিপোর্ট নেগেটিভ আসায় আগামীকাল ক্রাইস্টচার্চে বাংলাদেশের আইসোলেশন ও কোয়ারেন্টাইন শেষ হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password