দলের বাহিরে থেকেও ইতিহাস গড়লেন সাকিব

দলের বাহিরে থেকেও ইতিহাস গড়লেন সাকিব

এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে। এজন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি সিরিজ মিস করেছেন তিনি। তবে সাকিব ভক্তদের জন্য সুখবর হচ্ছে, ক্রিকেটে অস্কার পেয়েছেন এই অলরাউন্ডার।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেরা বোলিং ফিগারের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। সাকিবের এই স্পেলই এখন পর্যন্ত সিপিএলের সব আসর মিলিয়ে সেরা বোলিং ফিগার।

প্রসঙ্গত, ২০১৩ সালে সিপিএলে প্রথম আসরে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব। ম্যাচটি ছিল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে। বাংলাদেশের এই অলরাউন্ডার খেলেছিলেন বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে।

মন্তব্যসমূহ (০)


Lost Password