সাকিবকে নিয়েই বিশ্বকাপ খেলতে। বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপে সাকিবের সার্ভিস চাইছে বাংলাদেশ।
নভেল করোনাভাইরাসে আক্রান্ত সারা বিশ্বের ১৭৬ দেশের প্রায় সাড়ে ৩ লাখ লোক। মারা গেছে ১৫ হাজারের কাছাকাছি। পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এমন পরিস্থিতিতে সারা বিশ্বের খেলাধুলাই স্থগিত হয়ে পড়েছে। কোথাও কোনো খেলা নেই। খেলা নেই বলেই শিডিউলগুলো পিছিয়ে যাচ্ছে
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপসহ অন্য ওয়ানডে ও টি-২০ ম্যাচগুলোর শিডিউলগুলো পিছিয়ে যাবে। যার ধাক্কা পড়বে টি-২০ বিশ্বকাপেও। এজন্যই হয়তো পেছাতে পারে টি-২০ বিশ্বকাপ। যদিও বিসিবি সিইও পেছানো নিয়ে কিছু বলেননি। শুধু জানিয়েছেন সাকিবের মতো ক্রিকেটারের সার্ভিস চাইছে বিসিবি, ‘টি-২০ বিশ্বকাপ পেছাবে কি না, এখনই কিছু বলতে পারব না। কারণ এফটিপির সঙ্গে সবকিছু জড়িয়ে আছে। পেছাতে হলে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। আর সাকিবের মতো বিশ্বমানের ক্রিকেটারের সার্ভিস অবশ্যই বিসিবি চাইবে। এটাও ঠিক, চাইলেই তো আর হবে না। জাতীয় দলে খেলতে হলে তাকে অনেক কিছুর প্রমাণ দিতে হবে। সেসব প্রমাণ করেই আসতে হবে জাতীয় দলে। ’ সিওই সরাসরি না বললেও ইঙ্গিত দিয়েছেন, সাকিবকে জাতীয় দলে ফিরতে সবার আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে।
র্যাঙ্কিংয়ে শীর্ষ ৮ দলে নেই বলে বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে। বাছাই পর্ব খেলতে হবে টাইগারদের। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। বাকি তিন দল নামিবিয়া, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। টাইগাররা বাছাই পর্বের ম্যাচ তিনটি খেলবে হোবার্টের বেলেরিভে। ১৯ অক্টোবর নামিবিয়া, ২১ অক্টোবর স্কটল্যান্ড ও ২৩ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ। গ্রুপের শীর্ষ দল চূড়ান্ত পর্বে খেলবে এবং চূড়ান্ত পর্ব শুরু হবে ২৪ অক্টোবর।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন