আমেরিকার দেশ প্যারাগুয়েতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু

আমেরিকার দেশ প্যারাগুয়েতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েতে ১৬ জনের মৃত্যু হয়েছে। গত দুই সপ্তাহে এ ১৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, চলতি বছরের গত দুই সপ্তাহ ধরে প্যারাগুয়েতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে দেশটিতে ৮৯ জনের মরদেহ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে, কারণ তারা ডেঙ্গুজনিত কারণে মারা গেছেন কিনা। এছাড়া এখন পর্যন্ত ৮৫ হাজার মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে।

দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, গত সপ্তাহে ৫৭ হাজার মানুষ এ জ্বরে আক্রান্ত ছিলো যা, চলতি সপ্তাহে বেড়ে ৮৫ হাজারে দাঁড়িয়েছে। প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নের হাসপাতালগুলোতে ডেঙ্গুজ্বর নিয়ে রোগীরা চিকিৎসার জন্য এসেছে। তাদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোর স্বাস্থ্যকর্মীদের।

এদিকে, ডেঙ্গুজ্বর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ৯০ দিনের জরুরি অবস্থার ঘোষণা করেছে দেশটির সরকার।

মন্তব্যসমূহ (০)


Lost Password