টিকটক আপাতত বিক্রি হচ্ছে না

টিকটক আপাতত বিক্রি হচ্ছে না
MostPlay

যুক্তরাষ্ট্রের সফটওয়্যার প্রতিষ্ঠান ওরাকলের কাছে টিকটক বিক্রির চিন্তা আপাতত তুলে রাখছে টিকটকের মালিক বাইটড্যান্স। ট্রাম্প প্রশাসনের চাপে পড়ে যুক্তরাষ্ট্রে ভিডিও শেয়ারের অ্যাপটির পুরো ব্যবসা বিক্রি করার চুক্তি করতে যাচ্ছিল বাইটড্যান্স। কিন্তু হোয়াইট হাউস থেকে ট্রাম্পের বিদায়ের পর নতুন করে ভাবছে চীনা প্রতিষ্ঠানটি। সাউথ চায়না মর্নিং পোস্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নাম প্রকাশ না করে বাইটড্যান্সের একটি সূত্র বলেছে, ‘ট্রাম্প প্রশাসনের দাবি পূরণ করতে গিয়ে ওই চুক্তির পথে হেঁটেছিল বাইটড্যান্স। কিন্তু ট্রাম্পের বিদায়ের সঙ্গে সঙ্গে টিকটক বিক্রির কারণও বিদায় নিয়েছে।’

ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ছিলেন ট্রাম্পের সমর্থক। বাইটড্যান্স ভেবেছিল, ট্রাম্প যদি আবার নির্বাচনে জিতে যান, তবে টিকটক বিক্রির চুক্তি করে মূল্যবান সম্পর্ক গড়ে তোলা যাবে। কিন্তু নির্বাচনে বাইডেন জেতার পর থেকেই ওই চুক্তির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে চীনা প্রতিষ্ঠানটি।  

মন্তব্যসমূহ (০)


Lost Password