লা লিগায় ড্র করে শিরোপা দৌড়ে পিছিয়ে গেল রিয়াল মাদ্রিদ

লা লিগায় ড্র করে শিরোপা দৌড়ে পিছিয়ে গেল রিয়াল মাদ্রিদ
MostPlay

গতরাতে গেতাফের সাথে গোলশূন্য ড্র করে লা লিগার জেতার দৌড়ে কিছুটা পিছিয়ে পড়লো রিয়াল মাদ্রিদ। ইঞ্জুরি ও করোনাভাইরাসের কারণে মুল একাদশ সাজাতেই হিমশিম খেতে হয়েছে রিয়াল বস জিদানকে। প্রতিপক্ষের মাঠে মূল দলের ৯ জন খেলোয়াড়কে ছাড়াই খেলতে হয়েছে তাদের। এছাড়া গত সপ্তাহে রিয়াল খেলেছে তিনটি বড় ম্যাচ। তাই স্কোয়াডের বাকি খেলোয়াড়রা ছিল বেশ ক্লান্ত। কাল গেতাফের মাঠে ভিনিসিয়াস জুনিয়র, লুকা মদ্রিচদের খেলা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল। তাদের পা যেন চলতেই চাইছিল না।

পুরো খেলায় বল দখলের লড়াইয়ে খানিক এগিয়ে থাকলেও, আক্রমণের দিক দিয়ে গেটাফের ধারেকাছেও যেতে পারেনি রিয়াল। গেতাফে ১৯টি শটের বিপরীতে রিয়াল শট নিয়েছে ১০টি। ফিনিশিং এর দূর্বলতা না থাকলে গতরাতে একের অধিক গোল হযম করলেও অবাক হওয়ার কিছু ছিল না মাদ্রিদ ভক্তদের। পরিসংখ্যান দেখলে বোঝা যাচ্ছে কপাল গুনেই গেতাফের মাঠ থেকে বরং ১ পয়েন্ট নিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ।

অসময়ে গেতাফের কাছে পয়েন্ট খোয়ানের পরেও কিন্ত খুশি রিয়াল বস জিদান। ম্যাচ শেষে জিদান বলেছেন, “যা হওয়ার হয়ে গেছে। খেলোয়াড়দের আমার অভিনন্দন জানানো উচিত। আশা করছি এই অবস্থা থেকে শিগগিরই আমরা ঘুরে দাঁড়াবো। আমাদের কোনো সীমাবদ্ধতা নেই। মৌসুমের শেষ দিন পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো”।

রিয়াল মাদ্রিদ ড্র করায় পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠার সুযোগ এসেছে রিয়াল প্রতিপক্ষ বার্সেলোনার। নিজেদের পরের ম্যাচে জয় পেলেই দুইয়ে উঠে যাবে কাতালান ক্লাবটি। ৩১ ম্যাচ খেলে ৬৭ পয়েন্ট টেবিলের ২য় অবস্থানে রিয়াল। রিয়ালের থেকে এক ম্যাচ কম খেলে বার্সার সংগ্রহ ৬৫ পয়েন্ট। অপরদিকে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

মন্তব্যসমূহ (০)


Lost Password