সারাদেশে ইজিবাইক চুরি করছিলো সংঘবদ্ধ চক্রটি

সারাদেশে ইজিবাইক চুরি করছিলো সংঘবদ্ধ চক্রটি
MostPlay

সোমবার দুপুরে সিআইডির খুলনা ও রংপুর বিভাগের ডিআইজি শেখ নাজমুল আলম এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, গত ২১ ফেব্রুয়ারি রাত সোয়া ১১টায় নীলফামারীর চাপড়াসরমজানি ইউনিয়নের ইটাপাড়ি সেতু এলাকায় ইজিবাইক চালক আব্দুল হালিম (৫৫) হত্যা মামলা তদন্ত করতে গিয়ে এই চক্রটির সন্ধান পায় সিআইডি।

সংবাদ সম্মেলনে সিআইডি’র ডিআইজি শেখ নাজমুল আলম বলেন, চালক আব্দুল হালিম হত্যার ঘটনায় নীলফামারী সদর থানায় একটি হত্যা মামলা হয়। মামলাটির ছায়া তদন্ত শুরু করে সিআইডির এলআইসি শাখা। এলআইসি শাখার অতিরিক্ত পুলিশ সুপার মুক্তা ধর ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত চক্রটিকে শনাক্ত করেন। এরপর ৭ মার্চ সিআইডির এলআইসি শাখার একটি টিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মাসুম আলী (২৩), সাদের আলী ও সমবারু (২৫)। এছাড়া সামিউল নামে চক্রের মূলহোতা এখনও পলাতক। এদের মধ্যে সমবারু ইজিবাইকের মালিক সেজে চোরাই ইজিবাইকটি ৭৬ হাজার টাকায় জয়দেব রায় নামে এক ব্যক্তির কাছে দলিল করে বিক্রি করে দেয় । গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে নীলফামারীর একটি নর্দমা থেকে চুরি করা ইজিবাইক উদ্ধার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, চক্রটি ঢাকার আশেপাশে বসবাস করে। তারা ঢাকায় বসে চুরির পরিকল্পনা করে। এরপর বিভিন্ন জেলায় বের হয়ে যায়। তাদের বাড়ি গাইবান্ধা, রংপুর, দিনাজপুর।

চক্রটিকে গ্রেফতার না করতে পারলে ইজিবাইক চুরি বন্ধ হবে না। চক্রটি যাত্রীবেশে ইজিবাইকে ওঠেন। ইজিবাইক চালক হালিমকে হত্যার কারণ হিসেবে ছিনতাইকারীরা সিআইডিকে জানিয়েছে, ইজিবাইকটি হালিমের উপার্জনের একমাত্র অবলম্বন তাই চোরকে এটি দিতে চায়নি। তাই হাত পা বেঁধে হত্যা করে ইজিবাইকটি নিয়ে যায় তারা।

মন্তব্যসমূহ (০)


Lost Password