করোনা রোগী নির্ণয়ে উদ্বোধন হলো ডিজিটাল এক্সরে

করোনা রোগী নির্ণয়ে উদ্বোধন হলো ডিজিটাল এক্সরে
MostPlay

নওগাঁর ধামইরহাটে মান সম্মত সেবার নিশ্চিতের লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বিন এক্সপার্ট মেশিন স্থাপন করা হয়েছে। এবার কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় করোনা রোগী নির্ণয়ে ধামইরহাট  হাসপাতালে উদ্বোধন হলো ডিজিটাল এক্সরে মেশিন। 

আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি ডিজিটাল এক্সরে মেশিনের উদ্বোধন করেন।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, নওগাঁ সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি আবদুল মমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম আবু জার গিফারী, মেডিকেল অফিসার ডা. সামিউল হাসান, ডা. মেহেদী হাসান, শিমুল হোসেন, ডা. মাহফুজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password