ডিএনসিসি হাসপাতালে ১ম দিনেই আইসিইউতে ১৮ জন, মৃত্যু ১

ডিএনসিসি হাসপাতালে ১ম দিনেই আইসিইউতে ১৮ জন, মৃত্যু ১
MostPlay

রাজধানীর মহাখালীতে ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে’ প্রথম দিনেই আইসিইউতে ভর্তি হয়েছেন ১৮ জন। এর মধ্যে মারা গেছেন একজন। সোমবার (১৯ এপ্রিল) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ৫৩ জন করোনার রোগী এই হাসপাতালে ভর্তি হন।হাসপাতালটির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, এখন যে ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ১৮ জনের অবস্থা সংকটাপন্ন। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। ভর্তি থাকা বাকি রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। কারও আইসিইউ সাপোর্ট বা অক্সিজেন দরকার হলে সঙ্গে সঙ্গে সেবা দেয়া হবে।

তিনি বলেন, এই হাসপাতালটি করোনা চিকিৎসায় দেশের সবচেয়ে বড় হাসপাতাল। এখানে ১০০০ শয্যা রয়েছে। যার অর্ধেকের বেশি শয্যায় রোগীকে অক্সিজেন সহায়তা দেয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া হাসপাতালটিতে ১১২টি আইসিইউ বেড, ২৫০টি এইচডিইউ বেড ও ১৩৮টি আইসিইউ সমমানের বেড রয়েছে। এই বেডগুলো কেন্দ্রীয় অক্সিজেন সিস্টেমের সঙ্গে যুক্ত। এর বাইরে হাসপাতালটির জরুরি ওয়ার্ডে ৫০টি বেড রাখা হয়েছে।

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে রোববার (১৮ এপ্রিল) দুপুরে ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে’র উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকা উত্তর সিটি করপোরশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

মন্তব্যসমূহ (০)


Lost Password