বাংলাদেশিকে ‘হত্যার পর লাশ নদীতে ফেলে দিল বিএসএফ’

বাংলাদেশিকে ‘হত্যার পর লাশ নদীতে ফেলে দিল বিএসএফ’
MostPlay

যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)’র বিরুদ্ধে। পরে নিহতের লাশ সীমান্তের ইছামতি নদীতে ফেলে দিয়েছে হত্যাকারীরা।নিহত শরিফুল ইসলাম (২৫) শার্শা থানার রাজগঞ্জ গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে।

নিহতের স্ত্রী মদিনা খাতুন ও চাচা ইউনুস আলী জানান, শরিফুল একজন গরু ব্যবসায়ী। গত সোমবার সে এই সীমান্ত দিয়ে গরু কিনতে ভারতে যায়। বুধবার ভোর রাতে গরু নিয়ে দেশে ফেরার পথে ঝাউডাংগা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যার পর লাশ ইছামতি নদীতে ভাসিয়ে দেয়।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলমসহ পুলিশ ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, অবৈধভাবে শরিফুল সীমান্ত অতিক্রম করে ভারতে যায়। শরিফুলের বুকে গুলির ক্ষত চি‎ন্হ রয়েছে। ময়নাতদন্ত ছাড়া এখনই কিছু বলা যাবে না। আমরা বিষয়টা খতিয়ে দেখবো এবং লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, তারপর তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী জানান, আজ সকালে বিজিবির একটি দল নদীর পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে তার লাশ ভাসতে দেখে শার্শা থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ নিহতের লাশ ইছামতি নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এই মুহুর্তে কিছু বলা সম্ভব নয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password