টাঙ্গাইলের বাসাইলে পরকিয়া প্রেমে আপত্তিকর অবস্থায় যুবক যুবতী আটক!

টাঙ্গাইলের বাসাইলে পরকিয়া প্রেমে আপত্তিকর অবস্থায় যুবক যুবতী আটক!

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় পরকিয়ার প্রেমের জেরধরে এক যুবকে আটক করেছে এলাকাবাসী।শুক্রবার ( ১৬ এপ্রিল) রাতে করটিয়া বাংড়া গ্রামের এ ঘটনা ঘটে । এতে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। আটককৃত যুবক কালিহাতী উপজেলার পাইকরা গ্রামের জগন্নাথ সুত্রধরের ছেলে অমিত সুত্রধর (২৩)।

শনিবার (১৭ এপ্রিল) সকালে স্থানীয় কমিশনার ও ইউপি সদস্যর মাধ্যমে সমোজতার মাধ্যমে অমিত সুত্রধরকে ছেরে দেওয়া হয় জানাগেছে,বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের ভাংরা গ্রামের নিমাই চন্দ্রের ছেলে কৃষ্ণ চন্দ্র(৩৫) সিংগাপুর থাকার সুবাধে নিমাই চন্দ্রের পুত্রবধু মোবাইল ফোনের মাধ্যমে পরকিয়ায় জড়িয়ে পড়ে।একপর্যায় সে সম্পর্ক গভীরে পৌছালে প্রেমিক অমিত সুত্রধরকে তার স্বামীর বাড়ি ভাংরা গ্রামে আসতে বলে। স্থানীয় মানুষদের হাতে ধরা পড়ে।

ঘটনাটি কাশিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.লিটন মিয়া সামাজিকভাবে মীমাংসা করে প্রেমিক অমিত সুত্রধরকে ছেড়ে দেয়। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। এলাকাবাসী জানান, রাতের আঁধারে জনগন দুজনকেই আপত্তিকর অবস্থায় আটক করে। সেই ঘটনায় কোন প্রকার শাস্তিমুলক বিচার না করেই স্থানীয় ইউপি সদস্য ছেলের পক্ষের সাথে আতাত করে তাকে ছেড়ে দিয়েছে।

এ ব্যপারে ইউপি সদস্য মো.লিটন মেম্বার বলেন, আমি ঘটনার বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করি এবং ঘটনাস্থলে একজন অফিসার এসে বিস্তারিত জানার পর সামাজিক ভাবে আপোষ-মীমাংসা করি।এ বিষয়ে, বাসাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুনুর রশীদ বলেন, ঘটনার বিষয়ে আমি লোকমুখে শুনেছি, তবে কেউ কোন অভিয়োগ না দেওয়ায় আইনগত ব্যবস্থা নিতে পারছিনা।

মন্তব্যসমূহ (০)


Lost Password