কাশিমপুর কারাগারের ফটকের সামনে থেকে ইয়াবাসহ কারারক্ষী আটক

কাশিমপুর কারাগারের ফটকের সামনে থেকে ইয়াবাসহ কারারক্ষী আটক

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান গেটেরর সামনে থেকে প্রায় ১৮৭টি ইয়াবা ট্যাবলেটসহ এক কারারক্ষীকে আটক হয়েছে। গ্রেফতারকৃত কারারক্ষীর নাম শাহিনুল ইসলাম (২৮)। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কর্মরত ছিলেন। তার বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়।

বৃহস্পতিবার (১ জুলাই) আনুমানিক রাত ৯টার দিকে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় তাকে হাতেনাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় শাহিনুলের বিরুদ্ধে কোনাবাড়ি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

এ ঘটনায় কোনাবাড়ি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মমিন বলেন, ‘আন্ডারওয়্যারের ভেতর ইয়াবা ট্যাবলেট লুকিয়ে নিয়ে কারাগারের ভেতর ঢুকছিলেন কারারক্ষী শাহিনুল ইসলাম। কারাগারের প্রধান গেটে দায়িত্বরত কারারক্ষীরা তাকে তল্লাশি করে এবং তার কাছ থেকে ১৮৭টি ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিনুল ইসলামকে আটক করে।’

মন্তব্যসমূহ (০)


Lost Password