নাটোরে মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার প্রতিবাদে মানববন্ধন

নাটোরে মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার প্রতিবাদে মানববন্ধন

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে নাটোরে সাম্প্রতিক সময়ের মধ্যে সর্ব বৃহৎ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে বিভিন্ন উপজেলা থেকে পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে সমবেত হন। 

সেখানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরীর সভাপতিত্বে এই বিক্ষোভ এবং মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন নাটোর জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,বাংলাদেশ হিন্দু মহাজোট সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান নেতৃবৃন্দ।

এই বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে ধর্মীয় উস্কানি দিয়ে হামলা ভাঙচুর হত্যা-ধর্ষণের সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

সমাবেশে তারা আরো বলেন, আমরা কাঁদতে আসিনি আমরা প্রতিবাদ করব রুখে দাঁড়াবো। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল আজকে তাকে রক্ষা করতে হবে। দুই কিলোমিটার ব্যাপী এই বিক্ষোভ এবং মানববন্ধন শান্তি পূর্ণ ভাবে শেষ হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password