শাহবাগে চাকরীর বয়সসীমা ৩২ প্রত্যাশীদের মহা-সমাবেশ

শাহবাগে চাকরীর বয়সসীমা ৩২ প্রত্যাশীদের মহা-সমাবেশ

করোনাকালীন যুব সমাজের ক্ষতি বিবেচনা করে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ও মুজিব বর্ষের উপহার হিসেবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২-এ উন্নীতকরণের দাবি জানিয়ে মহাসমাবেশের ডাক দিয়েছেন চাকরিপ্রত্যাশী যুবপ্রজন্ম।

এ লক্ষ্যে শুক্রবার ( ২৭ আগস্ট) দুপুর ২:৩০ মিনিটে শাহবাগ প্রজন্ম চত্বরে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। শাহবাগ প্রজন্ম চত্বরে করোনা স্বাস্থ্যবিধি মেনে জনসমাবেশ আয়োজন করা হবে।

বিভিন্ন শহর থেকে ৩২ প্রত্যাশীরা এসে সমবেত হবেন। উক্ত সমাবেশে প্রতিনিধি প্রেরণ ও গণমাধ্যমে নিউজ কাভারের মানবিক অনুরোধ জনিয়েছেন চাকরিপ্রত্যাশী যুবপ্রজন্ম। এ বিষয়ে ৩২ প্রত্যাশীরা জানায়,আমরা টিম ৩২ প্রধানমন্ত্রী দপ্তর, রাষ্ট্রপতি দপ্তর, শিক্ষামন্ত্রণালয়,স্বরাষ্ট্র মন্ত্রণালয়,জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দপ্তরসহ সরকার সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং প্রায় ১৫০+ এম.পি.মন্ত্রীদের স্মারকলিপি দিয়েছি। প্রথম পাঁচটি দপ্তর ও মন্ত্রণালয়ে ৩/৪ বার স্মারকলিপি দিয়েছি।অথচ কোনো ইতিবাচক সাড়া আমরা এখন নীতি নির্ধারণীদের নিকট থেকে পাইনি।উল্টা ব্যাকডেট নামক প্রহসনের বাস্তয়ন করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

যাতে মাত্র ২% বেকার উপকার পাবে। আর ক্ষতিগ্রস্ত হবে ৯৮%। তাই টিম ৩২ কেন্দ্রীয় টিমের সীদ্ধান্ত মতাবেগ আগামী ২৭ আগস্ট রোজ শুক্রবার দুপুর ২.৩০ মিনিট শাহবাগের প্রজন্ম চত্বরে মহাসমাবেশের করার সীদ্ধান্ত নিয়েছে। ২৭ তারিখের পর থেকে আমরা পরিস্থিতি বিবেচনায় ৩২ ন্যায্য দাবী আদায়ে লাগাতার কর্মসূচী দেব।

তবে ফিল্ডের কাজ,পোস্টারিং,ব্যাকডেট দিলে তা প্রত্যাখ্যান করে সাংবাদিক সম্মেলন,ব্যানার,মাস্ক,ফেস্টুন,মিডিয়া পাড়া,মিডিয়া কাভারেজ,লাগাতার কর্মসূচীর রিজার্ভ ফান্ড সব মিলিয়ে প্রায় অনেক টাকা আমাদের লাগবে। তাই আপনাদের বলবো সবাই ২৭ তারিখ মহাসমাবেশে যোগদান করুন, সমাবেশ সফল করুন। এবং আমাদের ফান্ড গঠনে এগিয়ে আসার আহ্বান রইলো. "আর নয় দেরী বলি ৩২ ন্যায্য অধিকার আদায় করি"....

মন্তব্যসমূহ (০)


Lost Password