ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

চলছে পবিত্র রমজান। রমজান শেষ হলেই মুসলিমদের সবচেয়ে বড় ধর্মী উৎসব ঈদুল ফিতর পালিত হবে। আগামী ১০ এপ্রিল ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে আরব আমিরাত।

আরব আমিরাতে জ্যোর্তিবিদ্যা সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, হিজরি সন অনুযায়ী আগামী ১০ এপ্রিল বুধবার শাওয়াল মাস শুরু হতে পারে। যদি এদিন শাওয়াল মাস শুরু হয় তাহলে রোজা ৩০টি হবে।

গালফ নিউজের প্রতিবেদন বলা হয়েছে, ‘কাকতালীয়ভাবে’ শাওয়াল মাসের চাঁদের জন্ম আগামী ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণের ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। ফলে এটি পরের দিন ৯ এপ্রিল অধিকাংশ মুসলিম বিশ্ব থেকে দেখা যাবে।

ঈদ মুসল্লিদের কাছে আনন্দের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ পালনের মধ্য দিয়ে শেষ হয় রোজা পালন। এদিন মুসল্লিরা দলে দলে ঈদগাহে উপস্থিত হয়ে পবিত্র ঈদের নামাজ আদায় করে। ধনী গরীব ভেদাভেদ ভুলে গিয়ে অকে অপরের সঙ্গে কোলাকুলি করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password