নওগাঁর মান্দা চককুশুম্বা যুবসংঘের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত
                                    
                                 
                                
                                
                                                                            
                                          
                                                                     
                                
                                
                                
                                
                                                                                                    
                                    মাদক কে না বলি খেলার মাধ্যমে সুস্হ থাকি পতিপাদ্যকে সামনে রেখে ১৫সেপ্টেম্বর  ২০২৩ ইং রোজ শুক্রবার  কুশুম্বা যুবসংঘের উদ্যোগে  মোঃ আবুল হেসেনের সভাপতিত্বে ও  নাজমুল হাসান টুটুলের সঞ্চালনায় কুশুম্বা সাদেক ইট ভাটার  মাঠে বিকাল ৪ ঘটিকায় এই ফুটবল  খেলা অনুষ্ঠিত হয়েছে। 
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দার মাটি ও মানুষের নেতা মোঃ ইমাজ উদ্দীন প্রামানিক  এমপির  সুযোগ্য পুত্র মোঃ সেফায়াত জামিল প্রামানিক  সৌরভ। কোষাধ্যক্ষ বাংলাদেশ আওয়ামীলীগ নিউইয়র্ক শাখা আমেরিকা ও সাবেক ছাত্রলীগ নেতা নওগাঁ সরকারি কলেজ নওগাঁ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১.মোঃ আক্কাস আলী সাবেক সাধারণ সম্পাদক কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগ। 
২.মোঃ সালাম সরকার সাবেক সাধারণ সম্পাদক ১৩ কসব ইউনিয়ন আওয়ামী লীগ মান্দা নওগাঁ। 
৩.মোঃ শাহিনুর রহমান শাহীন ইউপি সদস্য কুশুম্বা ইউনিয়ন পরিষদ মান্দা নওগাঁ। 
২.মোঃ মন্টু রহমান কৃষকলীগ, 
৩. জাহাঙ্গীর আলম যুগ্ম আহবায়ক কৃষকলীগ মান্দা উপজেলা শাখা।
৪,শফিকুল ইসলাম, সভাপতি কৃষকলীগ ১১নং কালিকাপুর ইউনিয়ন  শাখা।  
৫.মাহবুব সভাপতি কৃষকলীগ ১৩নং কসব ইউনিয়ন শাখা।  
৬.বকুল হোসেন সাধারণ সম্পাদক  কৃষকলীগ ১৩নং কসব ইউনিয়ন শাখা।  
উক্ত খেলায় যে দুটিদল অংশ গ্রহন করেন তারা হলেন কেশর হাট ফুটবল একাদশ বনাম চকউলী কিশোর একাডেমি।  
উক্ত খেলায় জয়লাভ করেন
কেশরহাট ফুটবল একাদশএবং রানার্স আপ হয়, চকউলী কিশোর একাডেমি। 
এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সকল বয়সের খেলা প্রেমী দর্শক উপস্হিত ছিলেন ।
                                                                           
                                                                
                                
                                
                                
                               
                                
                                
                                
                                
                                    
                                                                    
                                
                                                                
                                
                                
                                                             
                            
                        
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন