ভারতের পর টেস্ট জিতল জিম্বাবুয়ে

ভারতের পর টেস্ট জিতল জিম্বাবুয়ে

ভারত-ইংল্যান্ডের মধ্যকার আহমেদাবাদ টেস্ট শেষ হয়েছে সপ্তাহ হলো। সেই টেস্টের রেশ এখনও কাটেনি। প্রতিনিয়তই সমালোচনা হচ্ছে।  

বিশ্বের অন্যতম সেরা দুটি দল আহমেদাবাদে পাঁচ দিন খেলার টার্গেটে নেমে দেড় দিনে চার ইনিংস শেষ করে। ভারতের কৌশলগত বাজে উইকেট তৈরির কারণেই আহমেদাবাদ টেস্টের চার ইনিংস শেষ হয় মাত্র ১৪০.২ ওভারে। আহমেদাবাদে ভারত ১০ উইকেটে জিতলেও হেরে গেছে ক্রিকেটে!

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য ইংল্যান্ড-ভারতের মধ্যকার চার টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল। আহমেদাবাদে জিতলেই ফাইনালের পথ পরিষ্কার। এমন কঠিন সমীকরণের ম্যাচে টেস্ট ক্রিকেট ইতিহাসের হয়তো সবচেয়ে বাজে উইকেট তৈরি করে ম্যাচ জয়ের অনৈতিক সুবিধা নেয় ভারত।

ভারতের পর এবার আবুধাবিতে দুই দিনে শেষ হলো আফগানিস্তান-জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ম্যাচটি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের উইকেট নিয়ে কোনো সমস্যা নেই। এশিয়ার উঠতি দল আফগানিস্তান টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের সঙ্গে প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। 

প্রথম ইনিংসে ১৩১ রানে অলআউট হওয়া আফগানিস্তান ১১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ফলোঅনের শঙ্কা এড়িয়ে ১৬ রানের লিড নেয়। দ্বিতীয় দিনের শেষ বিকালে চতুর্থ ইনিংসে সহজ টার্গেট তাড়ায় ১০ উইকেটের বিশাল জয়ে দুই টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে যায় জিম্বাবুয়ে।

ভারত ও জিম্বাবুয়ের দুই দিনে টেস্ট জয়ের মধ্য দিয়ে ১৩২ বছরের পুরনো স্মৃতিকে স্মরণ করে দিল। ১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে মাত্র দুই দিনে জিতেছিল ইংল্যান্ড। কেপটাউনে পরের ম্যাচে ইনিংস ও ২০২ রানের ব্যবধানে জিতে ইংলিশরা। 

মন্তব্যসমূহ (০)


Lost Password