মেসিহীন বার্সেলোনা প্রথম ম্যাচেই উড়িয়ে দিল জুভেন্টাসকে

মেসিহীন বার্সেলোনা প্রথম ম্যাচেই উড়িয়ে দিল জুভেন্টাসকে

গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বার্সাকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। মেসির বিদায় ঘোষনার ৯ ঘন্টা পরেই মাঠে নামল বার্সা। প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের শেষ দিকে হুয়ান গাম্পার ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল জুভেন্টাস ও বার্সেলোনা। মেসিহীন এই ম্যাচে বার্সা ৩-০ গোলে হারিয়েছে রোনালদো-রামসিদের।

ন্যুা ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই জুভেন্টাসের উপর আধিপত্য দেখাতে থাকে বার্সেলোনা। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে বার্সাকে এগিয়ে দেন মেমফিস ডিপাই। প্রথমার্ধে দারুণ কয়েকটি আক্রমণ করেও গোল দিতে ব্যর্থ হয়েছেন রোনালদোরা।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা আরও দুটি গোল করে। ৫৭তম মিনিটে মেমফিসের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট। আগের ম্যাচে রেড বুল সালসবুর্কের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের দিনে দলের একমাত্র গোলটিও করেছিলেন ডেনমার্কের এই ফরোয়ার্ড। আর অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জুভেন্টাসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন তরুণ রিকি পুইগ।

এই ম্যাচ দেখতে ২৫ হাজার দর্শক উপস্থীত ছিল মাঠে। এই ম্যাচে রোনালদো বল পেলেই দর্শকরা মেসি মেসি বলে চিৎকার করছিলেন। রোনালদো অবশ্য দুইবার গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু নাগাল পাননি জালের। প্রস্তুতির পালা শেষ এবার পালা আসল লড়াইয়ের। আগামী ১৫ আগস্ট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে গতবার তৃতীয় হওয়া বার্সেলোনা।

মন্তব্যসমূহ (০)


Lost Password