মামনি ঐশী কি পারবে বাঁচতে, নাকি আমরা তাকে বাঁচাবো?

মামনি ঐশী কি পারবে বাঁচতে, নাকি আমরা তাকে বাঁচাবো?

ছোট্ট একটি মামনি। ফুটফুটে চেহারায় যেন মায়ার মায়াজাল আবৃত। এক পলক দেখতেই যেন ওর মায়ার বাঁধনে বাঁধা পড়ে যায় সকলে।

ছোট্ট এই শিশুটির নাম ঐশী যার বয়স মাত্র তিন বছর। যে বয়সে তার হাসি খুশি থাকার কথা, আনন্দ আর উল্লাসে সকলকে মাতিয়ে রাখার কথা, ঠিক সেই ছোট্ট বয়সে নিষ্পাপ ঐশীর হৃদপিণ্ডে বাসা বেঁধেছে কঠিন রোগ।

সম্প্রতি, বিভিন্ন ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা শেষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডাক্তার ঐশীর হার্টে চারটি ব্লক আছে বলে তার পরিবারকে জানিয়েছেন।

ঐশীর বাবা মিহির চন্দ্র দাস সীমিত আয়ের একমাত্র উৎস তার পরিবারের জন্য। অন্যের দোকানে সেলুনের কাজ করেন মিহির। সামান্য আয়ে যা পায়, সেটুকু দিয়েই টানাপোড়েনের মধ্য দিয়ে সংসার চলে তার। এত অভাব-অনটন থাকলেও মামনি ঐশীর হাসিমাখা মুখ আর চঞ্চলতা নিয়েই বেশ সুখেই কাটছিল তাদের দিন।

কিন্তু হঠাৎ করে ঐশীর অসুস্থতার কারণে মাথায় যেন আকাশ ভেঙে পড়লো মিহির দম্পতির।কুমিল্লার মনোহরপুর উপজেলা সদরের হাটিরপাড় গ্রামে তাদের বাড়ি। সন্তানের চিকিৎসার জন্য ধার করে, সাহায্য তুলে, ঘরের শেষ আসবাব বিক্রি করেও ১ লাখ টাকার বেশি জোগাড় করতে পারেননি ঐশীর দরিদ্র বাবা মিহির চন্দ্র দাস ।

ইতোমধ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ডাক্তার জানিয়েছেন, শিশুটির ওপেন হার্ট সার্জারি করতে হবে যত দ্রুত সম্ভব। তবেই একদম সুস্থ হয়ে উঠবে ঐশী।

ঐশীর বাবা মিহির বলেন, "পরের দোকানে সামান্য বেতনে চুল কাটার কাজ করি। এর মধ্যেই ধারদেনা হয়ে গেছে। এক লাখের কিছু কম টাকা হাতে আছে। আরও প্রায় চার লাখ টাকা লাগবে। কোথায় পাব? আমি গরিব মানুষ। আমার মেয়েটাকে বাঁচাতে আপনারা একটু এগিয়ে আসেন"।

ঐশীর বাবা একা একজন দরিদ্র মানুষ। কিন্তু আমরাই সবাই মিলে ছোট্ট এই মামনিটার পাশে দাড়াতে পারি। আমাদের সকলের একটু একটু সাহায্যের হাত হতে পারে পারে ঐশীর জন্য বেঁচে থাকার অনুপ্রেরণা।

তাই সবার কাছে দোয়া ও সহযোগিতায় ছোট্ট ঐশী মামনি আবার আগের মতোই হাসি খুশি খেলবে, ছুটে বেড়াবে, সদা সর্বদা হাসোজ্জল প্রতিচ্ছবি থাকবে তার মুখে, সুন্দর পৃথিবীতে সুন্দর ভাবেই বেঁচে থাকুক সে এটাই প্রত্যাশা।

ঐশীকে বাঁচাতেঃ

যোগাযোগ বা সাহায্য পাঠানোর ঠিকানাঃ

মিহির চন্দ্র দাশ (ঐশীর বাবা), গ্রামঃ হাটিরপাড়, পোঃ+উপজেলাঃ মনোহরগঞ্জ, জেলাঃ কুমিল্লা

সাহায্য বা অনুসন্ধানঃ মিহির চন্দ্র দাস (ঐশীর বাবা), মোবাইলঃ ০১৮২৩৭৮২৮৬০ (বিকাশ)।

মন্তব্যসমূহ (০)


Lost Password