বঙ্গবন্ধু গবেষণা পরিষদ থেকেই সব কর্মকাণ্ড চালিয়ে যাব:কাদের মির্জা

বঙ্গবন্ধু গবেষণা পরিষদ থেকেই সব কর্মকাণ্ড চালিয়ে যাব:কাদের মির্জা

আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি সব অনিয়মকারীদের বিরুদ্ধে কথা বলে এখন সবার কাছে খারাপ হয়ে গেছি। যে দলে সম্মান নেই সেখানে আমি থাকব না। আমি ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’র সদস্য হয়েছি; এ সংগঠনে থেকেই সব কর্মকাণ্ড চালিয়ে যাব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গুণগান গেয়ে যাব। 

কাদের মির্জা বুধবার দুপুরে বসুরহাট পৌরসভায় নিজ কার্যালয় থেকে তার নিজস্ব ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন। এর কিছুক্ষণ পরই ওই লাইভে এসে দেয়া বক্তব্যটি সরিয়ে নেন তিনি। বড়ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করে বলেন, ‘তিনি পদ-পদবির জন্য অপশক্তি চক্রের কাছে মাথা নত করেছেন। আমি কারও সাথে আপস করব না। যেদিন আমার ছোটভাই (দেলোয়ার) টাকার অভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, সেদিন থেকেই তার সঙ্গে (ওবায়দুল কাদের) আমার মানসিক দূরত্ব সৃষ্টি হয়েছে। 

তিনি বলেন, আওয়ামী লীগের একজন দুঃসময়ের কর্মী হিসেবে শেষবারের মতো লাইভে এসে কথা বলছি। আওয়ামী লীগার হিসেবে আমাকে হয়তোবা আর কোনোদিন লাইভে দেখবেন না। আমার ওপর অত্যাচার, জুলুম, ক্ষমতা প্রয়োগ, অস্ত্রবাজি, অর্থ ছড়ানো এবং প্রশাসনের তাণ্ডব চলছে। এ অবস্থায় চুপ করে বসে থাকতে পারি না বিধায় লাইভে আসা। 

বিদায় বেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, আপনি একসঙ্গে না পারলেও আস্তে আস্তে দলের দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরুন। যারা বেশি অনিয়মকারী তাদের দল থেকে বের করে দিন। ঢাকাতে সব দল একদল হয়ে গেছে দাবি করে কাদের মির্জা বলেন, দিনের বেলা আলাদা রাজনীতি করলেও রাতের বেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি মিলে হোটেলে একসঙ্গে হয়ে যায়। এরা ‘জাতীয় অপকর্ম পার্টি’ গঠন করেছে বলেও মন্তব্য করেন কাদের মির্জা।

মন্তব্যসমূহ (০)


Lost Password