অনিশ্চিত ঢাকা প্রিমিয়ার লিগ

অনিশ্চিত ঢাকা প্রিমিয়ার লিগ

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে শঙ্কা যেন কাটছেই না। করোনা মহামারির কারণে গত বছর মার্চ মাসে এক রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পরে স্থগিত হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগ। তবে এই বছর মার্চে  ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) সভাপতি কাজী ইনাম আহমেদ জানিয়েছেন গত বছরের ঢাকা প্রিমিয়ার লিগ ৬ই মে থেকে টি-টুয়েন্টি ফরম্যাটে মাঠে গড়াবে। তবে সে আশায় কিছটা গুড়েবালি দিয়ে দিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। মুলত করোনা পরিস্থীতি অবনতির কারণেই এই শঙ্কা জেগেছে। আজ শনিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেছেন, “এখন যে পরিস্থিতি আছে তাতে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো খুবই কঠিন। কারণ যে পরিস্থিতি, তাতে মাঠে খেলা ফেরানো কোনভাবেই উচিত হবে না।

প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি বিসিবি বস। যথাযথ জৈব সুরক্ষা বলয়ের নিশ্চিত করতে পারলে খেলা হতে পারে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত আমরা জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত খেলাটা মাঠে গড়ানো কঠিন। সেখানে একটা দল হোক বা দশটা। যদিও বিসিবি চেষ্টা করে যাচ্ছে। ওরা (দায়িত্বশীলরা) যদি আমাকে মানাতে পারে যে জৈব সুরক্ষা বলয়ে ওরা খেলাটা চালাতে পারবে, তাহলে আমরা খেলব। আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা খুবই ক্ষীণ”।

প্রিমিয়ার লিগের সাথে শ্রীলঙ্কায় বাংলাদেশের পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন নাজমুল হাসান পাপন। মাঝখানে কিছুটা দুরুত্ব সৃষ্টি হলেও এখন আবার জাতীয় দলের সবার সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরীর দেখা পাওয়া নাজমুল হোসেন শান্তর অনেক প্রশংসা করেন তিনি। নাজমুল হাসান পাপন বলেন, “শান্ত ভালো খেলায় আমারো ভালো লাগছে। এখন টস জিতলে কি নেবে, একাদশ কেমন হবে এসব আগেই জানতে পারছি। প্রয়োজন হলে নিজের অভিমত দিচ্ছি। মাঝে টিম ম্যানেজমেন্টের সাথে একটু দূরত্ব ছিলো। খালেদ মাহমুদ সুজন টিম লিডার হয়ে যাওয়াটা স্কোয়াডের জন্য বেশ ভালো হয়েছে। সুজন ক্রিকেট নিয়ে অনেক ভাবে। খেলোয়াড়রা ওর সঙ্গ পছন্দ করে”।

মন্তব্যসমূহ (০)


Lost Password