চট্টগ্রামে পুলিশকে ছুরিকাঘাত করতে গিয়ে গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী

চট্টগ্রামে পুলিশকে ছুরিকাঘাত করতে গিয়ে গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী

চট্টগ্রামে পুলিশের এক সদস্যকে ছুরিকাঘাত করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন দুই ছিনতাইকারী।গুলিবিদ্ধ হয়েছেন দুই ছিনতাইকারী হলো- ইমাম হোসেন ওরফে ইমন (৪০) ও আরাফাত হোসেন ওরফে সুমন (৩৫)।নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী ছোট কালীবাড়িসংলগ্ন দাসপাড়ার সামনে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) সুফল কুমার, মো. ইসমাইল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নিখিল চন্দ্র দাশ। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আকবর শাহ থানার এসআই বদিউল আলম সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেন।তিনি আরও জানান, ছিনতাইকারী ইমনের বিরুদ্ধে আকবর শাহ থানাসহ নগরীর বিভিন্ন থানায় ছিনতাই, অস্ত্র, ডাকাতির অভিযোগে ১৪টি মামলা রয়েছে। সুমনের বিরুদ্ধেও মামলা আছে একটি। দলের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে ১৮ মার্চ রাত সাড়ে ১০টার দিকে নগরের লালখান বাজার এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন কলেজছাত্র সাফায়েত হোসেন (১৯)। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।সাফায়েত পড়াশোনার পাশাপাশি জিইসি মোড়ে একটি জুতার দোকানে খণ্ডকালীন কাজ করেন। কাজ শেষে বাসায় ফেরার পথে এ ঘটনার শিকার হন।

মন্তব্যসমূহ (০)


Lost Password