ইন্দোনেশিয়ায় দুই সমকামীকে প্রকাশ্যে বেত্রাঘাত

ইন্দোনেশিয়ায় দুই সমকামীকে প্রকাশ্যে বেত্রাঘাত

ইন্দোনেশিয়ার আচেহপ্রদেশে দুই সমকামীকে গ্রেফতার করে প্রকাশ্যে বেত্রাঘাত করেছে স্থানীয় প্রশাসন।কঠোর ইসলামী আইনে চলা প্রদেশটির রাজধানী বানডায় এ ঘটনা ঘটে। সমকামী দুই যুবককে ৭৭টি করে বেত্রাঘাত করা হয়।

খবর আরব নিউজের।

যুবকদের একজনের বয়স ২৭ এবং অপরজনের ২৯ বছর বয়স। স্থানীয় একটি পার্কে শত শত মানুষের সামনে গত বৃহস্পতিবার তাদের বেত্রাঘাত করা হয়।

বেত্রাঘাতের মাঝখানে তাদের পানি পান করতে দেওয়া হয়। অনেকে এ দৃশ্য ভিডিও করে যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

বেশ কিছু দিন ধরে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকার লোকজন তাদের আটক করে স্থানীয় প্রশাসনের কাছে তুলে দেয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password