পাবনার কাজীরহাট ফেরিঘাট থেকে ৩৯০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার

পাবনার কাজীরহাট ফেরিঘাট থেকে ৩৯০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার

পাবনার কাজীরহাট ফেরিঘাট থেকে ৩৯০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে পুলিশ ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদী (ফিলিপনগর) এলাকার মহসিন মণ্ডলের ছেলে ওয়াসিম আকরাম (২৩) এবং মুন্সিগঞ্জের পূর্ব শীলমান্দী এলাকার মৃত কবির মোল্লর ছেলে ওমর ফারুক (২৬)।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কাজীরহাট ফেরিঘাটে রাতে চেকপোস্ট বসানো হয়। রাত ১২টার দিকে থানার উপ- পরিদর্শক এসআই মুরাদের নেতৃত্বে সন্দেহভাজন একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ- ৩৫- ২১৪৩) তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় কারটির পেছনের ডালা ওল্টাতেই বস্তাভর্তি ফেনসিডিলের বোতল পাওয়া যায়। এ সময় ৩৯০ বোতল ফেনসিডিল উদ্ধার ও প্রাইভেট কার চালকসহ দুজনকে আটক করা হয়।ওসি আরও জানান, তারা কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঢাকায় যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password