তুরস্ক রোহিঙ্গাদের সহায়তায় ২০ টন মেডিকেল সামগ্রী পাঠাল

তুরস্ক রোহিঙ্গাদের সহায়তায় ২০ টন মেডিকেল সামগ্রী পাঠাল

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হাসপাতাল পুর্নির্মাণের জন্য ১৩ স্বেচ্ছাসেবী পাঠিয়েয়েছে তুরস্ক। একই সঙ্গে ২০ টন মেডিকেল সামগ্রী পাঠানো হয়েছে।শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে ১৩ স্বেচ্ছাসেবীসহ এসব সামগ্রী নিয়ে তুর্কি একটি সামরিক কার্গো বিমান হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান গণমাধ্যমকে জানান, রোহিঙ্গাদের জন্য ১৩ জন স্বেচ্ছাসেবী ও ২০ টন মেডিসিন ও মেডিকেল সামগ্রী নিয়ে তুরস্ক বিমানবাহিনীর একটি উড়োজাহাজ এসেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নির্দেশে দেশটির জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি), স্বাস্থ্য, পরিবেশ ও নগরায়ণ মন্ত্রাণালয়ের সমন্বয়ে এসব মেডিকেল সামগ্রী ও স্বেচ্ছাসেবী দল বাংলাদেশে এসেছেন। তারা রোহিঙ্গাদের জন্য হাসপাতাল নির্মাণের কাজ তদারকি করবেন।

এর আগে ২৭ মার্চ তুরস্ক বিমানবাহিনীর সি ১৩০ প্লেনে রোহিঙ্গাদের জন্য ২০ টন তাঁবু পাঠানো হয়েছিল।উল্লেখ্য, গত ২২ মার্চে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগলে ক্যাম্পটির সবচেয়ে বড় হাসপাতাল পুড়ে যায়। এতে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর ভয়াবহ নির্যাতনে দেশটি থেকে পালিয়ে আসা সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা হঠাৎ চিকিৎসা সংকটে পড়ার সম্ভাবনা দেখা যায়।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password