আজ মান্না দের ১০২তম জন্মদিন

আজ মান্না দের ১০২তম জন্মদিন

সবার হৃদয়ে এক গভীর বিষাদ ছড়িয়ে অনন্তলোকে চলে গেছেন তিনি। চলে গেছেন তা–ও আট বছর হয়ে গেল। তবু তাঁর স্মৃতি সততই উজ্জ্বল। তিনি আছেন তাঁর সৃষ্টির মধ্য দিয়ে, তাঁর গানের মধ্য দিয়ে। তিনি বাংলা ভাষার অন্যতম সেরা কণ্ঠশিল্পী মান্না দে। তাঁর ১০২তম জন্মদিন আজ। ১৯১৯ সালের আজকের দিনে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে নিজে গেয়েছেন, গানে সুর করেছেন, হিন্দি চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন। সংগীতের প্রায় সব ক্ষেত্রেই অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। ভারতের বিভিন্ন ভাষায় চার হাজারের মতো গান গেয়েছেন তিনি। এর মধ্যে বাংলা গানের সংখ্যা আড়াই হাজারের বেশি। ‘কফি হাউস’ তো আছেই; এ ছাড়া ‘সে আমার ছোট বোন’, ‘যদি হিমালয় আল্পসের’, ‘যদি কাগজে...হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে’-এমন অসংখ্য গান প্রেম-বিরহের আবেগে থরথর বাঙালির হৃদয়তন্ত্রীতে বাজবে বহুদিন।

মন্তব্যসমূহ (০)


Lost Password