বেশি খাবার খাওয়ার কারণে তিনটি গরুর মৃত্যু

বেশি খাবার খাওয়ার কারণে তিনটি গরুর মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাচিয়ালী গ্রামের আব্দুল আউয়াল নামের এক কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। তরল জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়ার কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে কৃষক আব্দুল আউয়ালের ছোট ভাই পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম রফিক জানান, আমার ভাই আব্দুল আউয়ালের গোয়ালে চারটি গরু ছিল। প্রতিদিনের মত বুধবার( ১০ফেব্রুয়ারি) তরল জাতীয় খাবার (পানি ও ভুসি) দিয়ে খাবার খেতে দেওয়া হয়। কিন্তু হঠাৎ গরুগুলো অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে তিনটি গরুরই মৃত্যু হয়।

অপর একটি গরুকে চিকিৎসা দেওয়ার পর সেটি প্রাণে বেঁচে যায়। গরু তিনটির বাজার মুল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার কাছাকাছি। এতে কৃষক আব্দুল আউয়াল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খোশেদ আলম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে চিকিৎসক দল পাঠানো হয়েছে। পরে তারা ওই কৃষকের গরুগুলো দেখে এবং কৃষকের সাথে কথা বলে জানতে পারে, গরুগুলো অতিরিক্ত মাত্রায় তরল জাতীয় খাবার (পানি ও ভুসি) খেয়ে ফেলে। যে কারণে ওই কৃষকের তিনটি গরুর একসাথে  মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া মৃত্যুর অন্য কোন কারণ আছে কিনা সে কারণে আমরা মৃত গরুর আলামত সংগ্রহ করেছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password