এবার ছয় বলে ৬ ছক্কা হাঁকালেন পেরেরা

এবার ছয় বলে ৬ ছক্কা হাঁকালেন পেরেরা
MostPlay

চলতি মাসের শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে আকিলা ধনঞ্জয়ার এক ওভারে ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড। আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এ কীর্তি গড়েছেন তিনি, বসেছেন হার্শেল গিবস ও যুবরাজ সিংয়ের পাশে।

আর এবার মাস শেষ হওয়ার স্বীকৃত ক্রিকেটে একই কীর্তি করে দেখালেন শ্রীলঙ্কার মারকুটে অলরাউন্ডার থিসারা পেরেরা। রোববার শ্রীলঙ্কার ঘরোয়া লিস্ট 'এ' ক্রিকেট মেজর ক্লাব লিমিটেড ওভারস টুর্নামেন্টে এক ওভারে ৬টি ছক্কা মেরেছেন পেরেরা, ফিফটি করেছেন মাত্র ১৩ বলে।

পানাগোড়ার আর্মি গ্রাউন্ডে ব্লুমফিল্ড ক্রিকেট এন্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে এ কীর্তি গড়েছেন শ্রীলঙ্কা আর্মি স্পোর্টস ক্লাবের অধিনায়ক পেরেরা। দলের ইনিংসের একদম শেষ ওভারে গিয়ে এ তাণ্ডব চালিয়েছেন তিনি। যার সুবাদে আর্মি স্পোর্টস ক্লাব পেয়েছে ৪১ ওভারে ৩১৮ রানের সংগ্রহ।

অবশ্য বৃষ্টির কারণে ম্যাচটি পুরোটা শেষ হয়নি। প্রথম ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪১ ওভারে। যেখানে জোড়া সেঞ্চুরির পর পেরেরার ১৩ বলে ৫২ রানের ইনিংসের সুবাদে ৩১৮ রান করে আর্মি স্পোর্টস ক্লাব। জবাবে ব্লুমফিল্ড ১৭ ওভারে ৭৩ রান তুলতেই হারায় ৬ উইকেট। কিন্তু এরপর বৃষ্টি নামায় ম্যাচের ফল আসেনি।

ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমেছিল পেরেরা আর্মি স্পোর্টস ক্লাব। ওপেনার আশান রান্ধিকা ১১৬ বলে ১২৪ ও চারে নামা হিমাশা লিয়াঙ্গে করেন ৯৩ বলে ১০১ রান। ইনিংসের ৩৮তম ওভারের চতুর্থ বলে ২৫৬ রানের মাথায় তৃতীয় উইকেটের পতন ঘটলে ব্যাটিংয়ে নামেন পেরেরা।

এরপর বাকি থাকা ২০ বল থেকে ৬২ রান পায় আর্মি স্পোর্টস ক্লাব। যেখানে মাত্র ১৩ বলে ৮ ছয়ের মারে ৫২ রান করেন পেরেরা। ইনিংসের শেষ ওভারটি করতে এসেছিলেন দিহান কোরে। তার করা ওভারের সবগুলো বলের ঠিকানা সীমানার ওপারে লেখেন পেরেরা। শেষ ছয়ের মাধ্যমে নিজের পঞ্চাশও পূরণ করেন তিনি।

স্বীকৃত ক্রিকেটে নবম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ৬ ছক্কা মারার কীর্তি গড়লেন পেরেরা। এর আগে এমন কীর্তি গড়েছেন গারফিল্ড সোবার্স (প্রথম শ্রেণি), রবি শাস্ত্রী (প্রথম শ্রেণি), হার্শেল গিবস (ওয়ানডে), যুবরাজ সিং (আন্তর্জাতিক টি-টোয়েন্টি), রস হোয়াইটলি (টি-টোয়েন্টি), হযরতুল্লাহ জাজাই (টি-টোয়েন্টি), লিও কার্টার (টি-টোয়েন্টি) ও কাইরন পোলার্ড (আন্তর্জাতিক টি-টোয়েন্টি)।

মন্তব্যসমূহ (০)


Lost Password