ঈদ উপলক্ষে তিন দিন যুদ্ধবিরতি ঘোষণা করল তালেবান

ঈদ উপলক্ষে তিন দিন যুদ্ধবিরতি ঘোষণা করল তালেবান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল আফগানিস্তানের তালেবান গোষ্ঠী।, সোমবার তালেবান পুরো আফগানিস্তানজুড়ে এ যুদ্ধবিরতি ঘোষণা করে। তালেবান এক বিবৃতিতে জানায়, ঈদের প্রথম থেকে তৃতীয় দিন পর্যন্ত তারা দেশের কোথাও কোনও হামলা চালাবে না। তবে এই তিন দিনে তাদের ওপর কোনও হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে।

এদিকে শান্তি আলোচনার প্রধান সমঝোতাকারী আবদুল্লাহর মুখপাত্র তালেবানের এই যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। আফগান সরকারও এই যুদ্ধবিরতি ঘোষণা করবে বলে জানানো হয়েছে।

এদিকে ১ মে থেকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা দেশে ফিরিয়ে নেবে তারা। সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই দেশব্যাপী তালেবানদের হামলা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সুত্রঃ এএফপি

মন্তব্যসমূহ (০)


Lost Password