কোরআনের উপদেশ মানবজাতির প্রতি

কোরআনের উপদেশ মানবজাতির প্রতি
সৎ ও অসৎ ব্যক্তি কখনো সমান হতে পারে না : ইরশাদ হয়েছে, ‘যারা ঈমান আনে ও সৎকাজ করে এবং যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, আমি কি তাদের সমান গণ্য করব? আমি মুত্তাকিদের অপরাধীদের সমান গণ্য করব?’(সুরা : সাদ, আয়াত : ২৮) কোরআন অনুধাবন করো : ইরশাদ হয়েছে, ‘এক কল্যাণময় কিতাব, এটা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যেন মানুষ এর আয়াতগুলো অনুধাবন করতে পারে এবং বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরা গ্রহণ করে উপদেশ।’(সুরা : সাদ, আয়াত : ২৯) ক্ষমতা লাভের প্রার্থনা আল্লাহর কাছেই করো : ইরশাদ হয়েছে, ‘সে বলল, হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা করুন এবং আমাকে দান করুন এমন এক রাজ্য, যার অধিকারী আমি ছাড়া কেউ না হয়। নিশ্চয়ই আপনি পরম দাতা।’(সুরা : সাদ, আয়াত : ৩৫) আল্লাহর অনুগ্রহ থেকে দান করো : ইরশাদ হয়েছে, ‘এটা আমার অনুগ্রহ। এটা থেকে তুমি অন্যকে দিতে অথবা নিজে রাখতে পারো। এ জন্য তোমাকে হিসাব দিতে হবে না।’ (সুরা : সাদ, আয়াত : ৩৯) বিপদে আল্লাহকে স্মরণ করো : ইরশাদ হয়েছে, ‘স্মরণ করো আমার বান্দা আইয়ুবকে, যখন সে তার প্রতিপালককে ডেকে বলেছিল, শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলে দিয়েছে।’ (সুরা : সাদ, আয়াত : ৪১)

মন্তব্যসমূহ (০)


Lost Password