কেকেআরের অধিনায়ককে গুণতে হয়েছে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা

কেকেআরের অধিনায়ককে গুণতে হয়েছে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা

প্রথম ম্যাচে জয়ের পর হেরেই চলেছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।টানা তিন ম্যাচ হারের তেতো স্বাদ নিল সাকিব আল হাসানের দল। ২১ এপ্রিল আইপিএলের ১৫তম ম্যাচে ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে ১৮ রানে হারল মরগ্যানের কলকাতা।আর ওই ম্যাচে শুধু  হার নয়, কেকেআরের অধিনায়ককে গুণতে হয়েছে জরিমানাও। তাও আবার গুণে গুণে ১২ লাখ রুপি! বাংলাদেশি মূদ্রায় সাড়ে ১৩ লাখ টাকারও বেশি।

মাচে মন্থর বোলিংয়ের জন্য এই শাস্তি পেলেন এউইন মরগান।অবশ্য এবারের আইপিএলে মরগানই প্রথম জরিমানা গুণছেন না। আগে মহেন্দ্র সিংহ ধোনি এবং রোহিত শর্মারও ম্যাচ ফি কাটা গিয়েছিল।করোনা পরিস্থিতিতে এবারের আইপিএলে  বেশ কিছু নতুন নিয়ম করা হয়েছে। মাঠে যার কড়াকড়ি প্রয়োজ চলছে।নিয়ম অনুযায়ী, এক ইনিংস ৯০ মিনিটের মধ্যে শেষ করতে হবে অধিনায়ককে। কিন্তু বুধবার বেশি সময় নিয়ে ফেলেন মরগ্যান। যার মাশুল দিতে হয় ১২ লাখ রুপি।

আপাতত ১২ লাখেই সন্তুষ্ট থাকতে হবে মরগ্যানকে। কারণ নিয়ম অনুযায়ী ফের একই অপরাধ করলে ২৪ লাখ রুপি জরিমানা গুণতে হবে মরগ্যানকে। এরপর আবার করলে শুধু ২৪ লাখ জরিমানাই নয়, এক ম্যাচের জন্য নির্বাসিত হতে হবে মরগানকে।শুধু তাই নয়; অধিনায়কের পাশাপাশি ভুগতে হবে দলের বাকি সদস্যদেরও। তাদের ম্যাচ ফি’র ২৫ শতাংশ অথবা ছয় লাখ রুপি কেটে নেওয়া হবে।এবারের আইপিএলের শুরুটা ভালো হলেও পরবর্তী সময়গুলো মোটেই ভালো যাচ্ছে না কেকেআরের। ৪ ম্যাচে ১ জয় ও তিন হারে কলকাতার পয়েন্ট মাত্র ২। নেট রানরেটও মাইনাসে। দলের সেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও অনেকটাই নিষ্প্রভ।এমন বাজে পারফরম্যান্সে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ অবস্থানে তারা।

মন্তব্যসমূহ (০)


Lost Password