চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়ালকে নিষিদ্ধ করার প্রসঙ্গ হাস্যকর

চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়ালকে নিষিদ্ধ করার প্রসঙ্গ হাস্যকর

বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগের পক্ষে অবস্থান করায় চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিষিদ্ধের মুখে আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ক্লাবটিকে শাস্তি দেওয়ার হুমকি দিয়েছে উয়েফা। যদিও সময়ের সঙ্গে সঙ্গে উয়েফাও সুর নরম করেছে। তাই রিয়াল-জুভেন্তাস-বার্সেলোনার নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু আলোচনা তো থেমে নেই।

রিয়াল বস জিনেদিন জিদান নিষেধাজ্ঞার বিষয়টি হেসে উড়িয়ে দিয়েছেন। রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার ম্যাচ সামনে রেখে জিদান বলেন, 'এই প্রসঙ্গই অযৌক্তিক। আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলব এবং এটা আমাদের অধিকার। এটি একটি হাস্যকর বিতর্ক এবং আমি এর সঙ্গে যুক্ত হতে চাই না। আমি এটুকুই বলতে পারি যে, আমরা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনাল খেলার জন্য প্রস্তুত হচ্ছি।'

উল্লেখ্য, বিদ্রোহী লিগ হিসেবে খ্যাত ইউরোপিয়ান সুপার লিগের অন্যতম উদ্যোক্তা ছিলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। মাত্র দুই দিনের মাথায় এই লিগ থেকে সরে দাঁড়ায় ক্লাবগুলো। তখনও রিয়াল সভাপতি লিগের পক্ষে কথা বলে যাচ্ছিলেন। সূচি অনুযায়ী আগামী ৫ মে সেমি-ফাইনালের ফিরতি লেগে চেলসির মাঠে খেলবে রিয়াল। ম্যাচটি জিততে পারলে জিদানের দল উঠে যাবে ২৯ মে'র ফাইনালে।

মন্তব্যসমূহ (০)


Lost Password