বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সবুজ শহর ফাউন্ডেশন

বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সবুজ শহর ফাউন্ডেশন

সামাজিক সংগঠন “সবুজ শহর ফাউন্ডেশন” এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে “বিশ্ব পরিবেশ দিবস ২০২১” উপলক্ষে রাজধানীর বাসাবো কদমতলা এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় ফলদ, বনজ ও ঔষধ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।

গতকাল ২১ জুন শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্ত রঞ্জন দাস বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

বৃক্ষ রোপণ কর্মসূচিতে কাউন্সিলর লায়ন চিত্ত রঞ্জন দাস বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে জনজীবন যেভাবে বিপর্যস্ত হচ্ছে তা রুখতে বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। উচ্চ তাপমাত্রার কারণে যেভাবে কার্বন ডাই অক্সাইড বাড়ছে ঠিক সমপরিমাণ অক্সিজেন কমছে সেই ভারসাম্য রক্ষা করতে সবাইকে গাছ লাগাতে হবে। এখন যারা গাছ লাগাচ্ছে তারা তো বটেই পরবর্তী প্রজন্মও এর সুফল ভোগ করবে।  

বৃক্ষ রোপণ কর্মসূচিতে রাজধানীর বাসাবো কদমতলা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক ভবনের আশেপাশের খোলা ও পরিত্যাক্ত জায়গায় ফলদ, বনজ ও ঔষধ গাছের চারা রোপণ।


পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষ রোপণের কর্মসূচি সম্পর্কে সচেতন করতে এলাকাবাসীদের গাছের চারা উপহার দেওয়া হয় এবং এলাকার বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণে উদ্ভুদ্ধ করতে ও জনসচেতনতা বাড়াতে ব্যানার লাগানো হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password