অঘটন দিয়ে শুরু ইংলিশ প্রিমিয়ার লিগ

অঘটন দিয়ে শুরু ইংলিশ প্রিমিয়ার লিগ

গতরাতে শুরু হয়েছে ইংলিশ প্রমিয়ার লিগের নতুন মৌসুম। বড় ধরনের অঘটন দিয়েই শুরু হল এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ। দীর্ঘ ৭৪ বছর পর শীর্ষ লিগে ফেরা ব্রেন্টফোর্ড হারিয়ে দিয়েছে শিরোপা প্রত্যাশি আর্সেনালকে। শুক্রবার রাতে নিজেদের ঘরের পূর্ণ দর্শকের সামনে খেলা ম্যাচটিতে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ব্রেন্টফোর্ড। যা ব্রেন্টফোর্ডের জন্য এক ঐতিহাসিক জয়। দলের জয়ে গোল দুইটি করেছেন সার্জি ক্যানোস ও ক্রিশ্চিয়ান নরগার্ড।

খেলার ফলাফল দেখলে বোঝার উপায় নেই আর্সেনাল ম্যাচে কতটা প্রভাব খাটিয়ে খেলেছে। পুরো ম্যাচ জুড়েই আধিপত্য বিস্তার করে খেলেছে গানাররা। ম্যাচের দুই-তৃতীয়াংশ সময় বলের দখল ছিল মিকেল আর্টেটার শিষ্যদের দখলে। গোলের জন্য অন্তত ২২টি প্রচেষ্টাও চালায় তারা। যার মধ্যে লক্ষ্য বরাবর ছিল চারটি। কিন্তু জালের ঠিকানা খুঁজে পায়নি একটি শটও। উল্টো ম্যচের ২২ মিনিটের সময় পশ্চিম লন্ডনের কমিউনিটি স্টেডিয়ামে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। এ সময় আর্সেনালের রক্ষণভাগের ক্লিয়ার করা বল বক্সের সামনে পেয়ে যান ব্রেন্টফোর্ডের এক খেলোয়াড়। তিনি বামদিকে বাড়িয়ে দেন সার্জি কানোসকে। কানোস বল নিয়ে ঢুকে পড়েন ডি বক্সে। নেন আড়াআড়ি শট। সেটা বক্সের মধ্যে থাকা সবাইকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। হয়ে যায় প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের প্রথম গোল। এগিয়ে যায় তারা। ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রেন্টফোর্ড।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় আর্সেনাল। কিন্ত কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না। ৬৫তম মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলছিলেন গাব্রিয়েল মার্তিনেলি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ফ্লিক একটুর জন্য লক্ষ্যে থাকেনি। গোলের জন্য মরিয়া হয়ে উঠা আর্সেনাল ৭৩ মিনিটে আবারও গোল হযম করে ম্যাচ থেকে ছিটকে যায়। লম্বা থ্রো ইন ডি-বক্সে হেড করে ক্লিয়ার করার চেষ্টায় কাছের পোস্ট মাথা ছোঁয়াতে পারেননি আর্সেনালের ক্যালাম চেম্বার্স। দূরের পোস্টেও কেউ পারেননি ক্লিয়ার করতে। ছুটে গিয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন নোয়াকো। এরপর গোলের দেখা পায়নি আর কোন দল। যার ফলে আড়াই দশকের মধ্যে প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা পেতে ব্যর্থ হওয়া আর্সেনালের নতুন মৌসুমের শুরুটাও হলো বাজে।

মন্তব্যসমূহ (০)


Lost Password