মাগুরায় পানির জন্য শুরু হয়েছে হাহাকার

মাগুরায়  পানির জন্য শুরু হয়েছে হাহাকার

বাংলাদেশের ষড়ঋতুর মধ্যে এখন গ্রীষ্মকাল অতিবাহিত হচ্ছে। স্বাভাবিকভাবে এখন কালবৈশাখী ঝড় এবং  মুষলধারে বৃষ্টি হয়।
কিন্তু এই গ্রীষ্মকালে মাগুরা জেলার চিত্র একেবারেই উল্টো। মাগুরা জেলার  বিভিন্ন এলাকায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানির জন্য রীতিমতো হাহাকার শুরু হয়েছে।

 টিউবওয়েলে পরিমান মত পানি উঠছে না, ফলে রোজা ও করোনাকালে পানির জন্য অনেক কষ্ট বেড়েছে। 
তাছড়াও মাগুরার সকল পুকুর, নদী, খাল শুকিয়ে গেছে। এছাড়াও বোরো ধানে সেচ দিতেও কৃষকরা বিড়ম্বনায় পড়েছেন। বিকল্পভাবে পানি উত্তোলনের চেষ্টা করছেন।

মাগুরা জেলা জনস্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে, এ বছর বৃষ্টি না হওয়ায় পানির স্তর নিচে নেমে গেছে। বৃষ্টি হলেই সমস্যার সমাধান ঘটবে। পানির স্তর এলাকা ভেদে ৩০ থেকে ৪০ ফুট নিচে নেমে গিয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password