নওগাঁর ধামইরহাটে বিয়ের তিনদিনের মাথায় ‘রহস্যজনকভাবে’ লাশ হলেন নববধূ

নওগাঁর ধামইরহাটে বিয়ের তিনদিনের মাথায় ‘রহস্যজনকভাবে’ লাশ হলেন নববধূ

নওগাঁর ধামইরহাটে বিয়ের তিনদিনের মাথায় এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবার বলছে স্বাভাবিক মৃত্যু, তবে হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে ভিন্ন তথ্য। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।মৃত ছুম্মা খাতুন ওই উপজেলার আলমপুর ইউনিয়নের জোতওসমান (কাগজকুটা) গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৮ মার্চ) মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কুন্দনা গ্রামের মজিবর রহমানের ছেলে নাহিদ হাসানের সঙ্গে বিয়ে হয় ছুম্মা খাতুনের। শুক্রবার রাতে স্বামীর সঙ্গে বাবার বাড়ি বেড়াতে যান ছুম্মা। শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে নেয়ার আগেই মারা যান ছুম্মা।

খোঁজ নিয়ে জানা গেছে, পরিবারের দাবি- স্ট্রোক করে মারা গেছেন ছুম্মা। কিন্তু ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রেজিস্টারে লেখা রয়েছে বিষক্রিয়ায় আক্রান্তের তথ্য।গ্রামবাসী জানায়, ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়ায় আত্মহত্যা করতে পারে ছুম্মা।

ধামইরহাট থানার ওসি মো. আব্দুল মমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পুরো ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password