বাংলাদেশ টাইগারদের শিবিরে সুসংবাদ দিলেন টেলর

বাংলাদেশ টাইগারদের শিবিরে সুসংবাদ দিলেন টেলর

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামী শনিবার খেলতে নামবে বাংলাদেশ। ডানেডিনে হতে যাওয়া এই ম্যাচের আগে সুসংবাদ পেয়েছে টাইগাররা। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না স্বাগতিক দলের অন্যতম সেরা ব্যাটসম্যান রস টেলর। 

জানা গেছে, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন টেলর। তবে যথারীতি দলের সঙ্গে থাকবেন তিনি। শেষ দুটি ম্যাচে তাকে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট। 

এই কিউই ব্যটসম্যানের বিষয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, ‘সিরিজ শুরুর ঠিক আগে এমনটা হওয়া রসের জন্য কষ্টের। এটা ছোটখাটো চোট। আমরা আশা করছি কিছু বিশ্রাম নেয়া ও পুনর্বাসন শেষে আমরা ক্রাইস্টচার্চের দ্বিতীয় ম্যাচে তাকে ফিট পাবো।’

এদিকে টেলরের বিকল্প হিসেবে মার্ক চ্যাপম্যানকে দলে নেয়া হয়েছে। তবে জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়া ডেভন কনওয়ে ও উইল ইয়াংয়ের খেলার সম্ভাবনাই বেশি। কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে এরই মধ্যে দলে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন কনওয়ে। টেলরের বদলে সুযোগ পেতে পারেন ইয়াং।২০১৪ সালের পর এবারই প্রথম ওয়ানডে সিরিজ শুরুর ম্যাচে উইলিয়ামসন ও টেলরের কাউকেই একাদশে দেখা যাবে না।

মন্তব্যসমূহ (০)


Lost Password