চার বছর পর টেস্ট ম্যাচে উইকেট পেলেন তাসকিন

চার বছর পর টেস্ট ম্যাচে উইকেট পেলেন তাসকিন

শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্ন যখন ওশাডা ফার্নান্ডোকে নিয়ে বড় জুটি করে বাংলাদেশকে চাপে ফেলার ঈঙ্গিত দিচ্ছিলেন ঠিক তখন ওশাডা ফার্নান্ডোকে আউট করে বাংলাদেশকে খেলায় ফেরালেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার ওশাডা ফার্নান্ডোকে আউট করে চার বছর পর টেস্ট ক্রিকেটে উইকেট লাভ করেছেন বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ। ২০১৭ সালে শ্রীলঙ্কার মাটিতেই তাসকিন আহমেদ লাল বলে শেষ উইকেট নিয়েছিলেন। এরপর শেষ চার বছরে টেস্ট ক্রিকেটে উইকেটের দেখা পাননি তিনি। অবশেষে সেই শ্রীলঙ্কাতেই অপেক্ষার অবসান ঘটেছে তাসকিনের।

উইকেটটা আগেই পেয়ে যেতে পারতেন তাসকিন। লাঞ্চের ঠিক আগের ওভারেই তাসকিনের করা ডেলিভারি বুঝতে ভুল করেন করুনারত্নে। লিভ করতে গিয়ে বল তার প্যাডে লাগলে আম্পায়ার আউট দেন। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। অবশ্য শেষ চার বছরে তাসকিন দক্ষিন আফ্রিকার বিপক্ষে মাত্র একটি টেস্ট ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন। ইনজুরীর কারণে বেশিরভাগ সময় ছিলেন দলের বাইরে। দীর্ঘদিন পর দলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দারুণ পারফর্ম করে চলেছেন তাসকিন। নিউজিল্যান্ডের বিপক্ষেও দারুণ ছন্দে ছিলেন ডান হাতি এই পেসার।

মন্তব্যসমূহ (০)


Lost Password