ওশাডাকে ফিরিয়ে লংকা শিবিরে দ্বিতীয় আঘাত হানলেন তাসকিন

ওশাডাকে ফিরিয়ে লংকা শিবিরে দ্বিতীয় আঘাত হানলেন তাসকিন

ক্রমেই বাড়ছিল বাংলাদেশি সমর্থকদের চিন্তার ভাঁজ। করুনারত্নে ও ওশাডা ফার্নান্দোর জুটিতে ক্রমেই প্রভাব বিস্তার করছিল শ্রীলংকা। তবে ওশাডাকে ফিরিয়ে টাইগার শিবিরে কিছুতা স্বস্তি আনলেন তাসকিন আহমেদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ২ উইকেটে ১৫৭ রান।

২০ রান করে আউট হয়েছেন ওশাডা। লেগ স্টাম্পের বাইরের বলে ফ্লিক করতে গিয়ে লিটনের তালুবন্দি হন তিনি। অন্যপ্রান্তে ৬৫ রানে অপরাজিত দিমুথ করুনারত্নে। এর আগে সাত উইকেটে ৫৪১ রান করে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন করুণারত্নে ও থিরিমান্নে। লাঞ্চ বিরতি শেষে লংকানদের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ১১ রান।

লাঞ্চের ঠিক আগের ওভারেই উইকেট পেয়ে যেত টাইগাররা। তাসকিনের করা ডেলিভারি বুঝতে ভুল করেন করুনারত্নে। লিভ করতে গিয়ে বল তার প্যাডে লাগলে আম্পায়ার আউট দেন। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। লাঞ্চের পর আক্রমণাত্মক শুরু করে শ্রীলংকা। তুলনামূলক দ্রুতগতিতে রান তুলতে থাকেন থিরিমান্নে। ৯৫ বলে ফিফটি পূরন করেন তিনি। আরও ৮ রান যোগ করতেই লেগ বিফোরের শিকার হন এই ব্যাটার।

মন্তব্যসমূহ (০)


Lost Password