বিশ্বকাপে তামিম ইকবালের খেলার সুযোগ!

বিশ্বকাপে তামিম ইকবালের খেলার সুযোগ!
MostPlay

"আমার মনে হয় না আমার বিশ্বকাপে থাকা উচিত"- এরকম ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। এ দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তামিমকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। তাহলে কি আসন্ন টি-২০ বিশ্বকাপে তামিম ইকবালের খেলার আর কোনো সুযোগ নেই !

তামিম ইকবাল এখনো আইসিসির নিয়মেই খেলতে পারবেন আসন্ন টি-২০ বিশ্বকাপে। কোয়ারাইন্টের জন্যে বিশ্বকাপ শুরুর ৫ দিন আগে যেকোনো একজন প্লেয়ারকে দলভুক্ত করার সুযোগ আছে। সে সুযোগে টিম ম্যানেজমেন্ট হয়তো তামিম ইকবালকেই দলে ভিড়াবে। কারণ টিম ম্যানেজমেন্ট আগেও চেয়েছিল তামিম ইকবাল যাতে আগামী ১৭ অক্টোবরে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে খেুলক।

উল্লেখ্য তামিম ইকবাল গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের জন্যে মাঠে ফিরছেন। সেখানে তিনি নেট বোলারদের দিয়ে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন। আশা করা যায় বিশ্বকাপে ফেরার এ সুযোগে তামিম নিজের সিদ্ধান্ত বদলাবে দেশের স্বার্থে।

মন্তব্যসমূহ (০)


Lost Password