সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ভারতীয় ঔষধসহ এক চোরাকারবারী গ্রেফতার

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ভারতীয় ঔষধসহ এক চোরাকারবারী গ্রেফতার

অদ্য ১৫/০৭/২০২১খ্রিঃ অনুমান ০৯:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ শাহিন মিয়া এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ আবু রায়হান নূর, এসআই(নিঃ)/ সাহিদুল আলম, এএসআই(নিঃ)/ মোঃ আব্দুস সামাদ, এএসআই(নিঃ)/ ৬৯৬ ভ‚লন চন্দ্র দেব, কনস্টেবল/৯৫৫ আব্দুল কাদির, কনস্টেবল/১৮৬৮ ইকবাল হোসেন, কনস্টেবল/১০০৫ আব্দুল্লাহ আল-মামুন, কনস্টেবল/১০৮৩ মাসুদুর রহমান, কনস্টেবল/১৫৭২ জালাল উদ্দিন, কনস্টেবল/৫৫৮ দিপু সিংহ-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন নাইওরপুল পয়েন্টস্থ পুরাতন পরিত্যক্ত সিএনজি পাম্পের পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী দুলাল আহমদ দুলাই (৪২), পিতা- মৃত ফয়েজ মিয়া, মাতা- মৃত আফতারুন বিবি, সাং- সিরাজনগর, ডাক- খাদিমনগর, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট নামীয় এক চোরাকারীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ভারতীয় তৈরী ৭১ (একাত্তর) বোতল Practin Syrup, ১৫০ (একশত পঞ্চাশ) টি Compound Dithronal Ointmental Derobin ক্রিমসহ উক্ত মাল বহনকারী ০১টি সিএনজি অটোরিক্সা, যার রেজি নং সিলেট মেট্রো থ-১৩-০০৭৫ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় ঔষধের আনুমানিক বাজার মূল্য ৩৩,১৫০/- (তেত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ভারতীয় ঔষধের প্রকৃত মালিক আজাদ আহমদ (৩৫), পিতা- মইন মিয়া, সাং- উত্তরকূল খাজিরপাড়া, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট; তার তত্বাবধানে অন্যান্য চোরাকারীদের সহযোগীতায় সিলেট জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে উক্ত ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সিলেট শহরে নিয়ে আসে।

ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password