মির্জা ফখরুলের চালাকিতে রিজভীর চেয়ারে সৈয়দ এমরান সালেহ প্রিন্স

মির্জা ফখরুলের চালাকিতে রিজভীর চেয়ারে সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শরীরে করোনাভাইরাস শনাক্তের পর তড়িঘড়ি করে দফতরের দায়িত্বে বসে গেছেন দলটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আর প্রিন্সকে হুট করে রিজভীর দায়িত্বে বসানো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চালাকি বলে অভিযোগ রয়েছে।

সূত্র বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর বৈরী সম্পর্ক সবার জানা। খালেদা ও তারেকপন্থী নেতা হিসেবে দু'জনের আলাদা পরিচিতি আছে। হুট করে রিজভীর শরীরে করোনা শনাক্ত হলে সুযোগটি হাতছাড়া করেননি ফখরুল। নিজের অনুসারী প্রিন্সকে বসিয়ে দিয়েছেন রিজভীর চেয়ারে।

নির্ভরযোগ্য সূত্রমতে, বিগত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবস্থার পরিবর্তন না হওয়ায় বুধবার (১৭ মার্চ) তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। সেই নমুনার রিপোর্টে ফলাফল আসে করোনা পজিটিভ। বিষয়টি পরবর্তীতে গণমাধ্যমকে নিজেই অবহিত করেন রিজভী।

রাতে তার অবস্থার আরো অবনতি হলে বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, উপরন্তু থেমে থেমে জ্বর আসছে।

সূত্র আরো জানায়, রিজভীর ফুসফুসে সামান্য ইনফেকশনের সঙ্গে কাশি রয়েছে। খাবার খেতে না পারলেও দলের খোঁজ নেয়ার চেষ্টা করছেন তিনি। তবুও তারেকের অনুমতি ছাড়াই সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে বিএনপির কেন্দ্রীয় দফতরের কাজ পরিচালনার দায়িত্ব দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ব্যাপারে শনিবার বিকেলে এমরান সালেহ প্রিন্স বলেন, গত শুক্রবার (১৯ মার্চ) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে একটি চিঠি দিয়েছেন। তিনি আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তক্রমে কেন্দ্রীয় দফতরের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। এর বাইরে আমি কিছু জানি না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা জানান, প্রিন্সকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দফতরের দায়িত্ব দেয়ার ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তের কথা তাদের জানা নেই। তারেক রহমান কখনোই এমন সিদ্ধান্ত নেবেন না। এটা মির্জা ফখরুলের চালাকি মনে হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রিজভী তারেকের ‘ডান হাত’। তাকে কোনোভাবেই সাময়িক সময়ের জন্য হলেও দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন না। এটা মির্জা ফখরুলের ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password