হকি সংস্কৃতি পুনরুদ্ধারে জম্মু-কাশ্মীরে বিশেষ টুর্নামেন্ট

হকি সংস্কৃতি পুনরুদ্ধারে জম্মু-কাশ্মীরে বিশেষ টুর্নামেন্ট

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে যুবসমাজের চাপের মাত্রা হ্রাস করা এবং জম্মু ও কাশ্মীর উপত্যকার হকি সংস্কৃতি পুনরুদ্ধারের লক্ষ্যে অঞ্চলটির বিভিন্ন জায়গায় বিশেষ টুর্নামেন্টের আয়োজন করছে জম্মু ও কাশ্মীর প্রশাসন।

বুদগাম, অনন্তনাগ, বন্দিপোরা, বারমুল্লা ও শ্রীনগরসহ বিভিন্ন জায়গায় এই টুর্নামেন্ট হচ্ছে।

গিন্ডুন স্টেডিয়ামের ব্যবস্থাপক মোশতাক আহমদ জার্গার বলেন, অন্যান্য খেলাধুলার জন্য নিয়মিত বেশ কয়েকটি টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। জাতীয় ক্রীড়া হওয়া সত্ত্বেও, আমরা কম হকি টুর্নামেন্ট দেখতে পাই। এটি একটি ভালো খেলা, যার মাধ্যমে যুবসমাজের চাপের মাত্রা হ্রাস করতে সহায়তা করবে। শারীরিকভাবে ফিট থাকার জন্য খেলাধুলাই উপযুক্ত উপায়, বিশেষত করোনাকালে।

 

সূত্র: ইয়াহু নিউজ

মন্তব্যসমূহ (০)


Lost Password